• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ, ঘোষিত ৮ ভেন্যুর নাম

স্পোর্টস ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ০১:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্ব এবার তাকিয়ে আছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দিকে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এই আসর আয়োজন করবে। ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকা ঘোষণা করেছে তাদের ৮টি ভেন্যুর নাম – জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, পোর্ট এলিজাবেথ, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন ও পার্ল।

মোট ৫৪টি ম্যাচের মধ্যে ৪৪টি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। বাকি ১০টি ম্যাচ হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়, যদিও সেগুলোর ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। প্রতিটি ভেন্যুতে ম্যাচ সংখ্যা নির্ধারণ করা হবে পরে।

বিশ্বকাপ আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকা একটি বিশেষ কমিটি গঠন করেছে, যার প্রধান হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রিহান রিচার্ডস জানিয়েছেন, তাদের লক্ষ্য কেবল ক্রিকেট আয়োজন নয়, বরং দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে তুলে ধরা। তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যা আফ্রিকাকে বিশ্ব ক্রিকেটের সঙ্গে নতুনভাবে যুক্ত করবে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপের শেষ আয়োজন হয়েছিল ২০০৩ সালে। এরপর দেশে অনুষ্ঠিত হয়েছে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি। ২৪ বছর পর ওয়ানডে বিশ্বকাপ ফিরছে আফ্রিকায়, যা স্থানীয় সমর্থক ও আয়োজকদের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে।

এর আগে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। ২০২৫ সালের চ্যাম্পিয়নশিপ শেষে নজর ঘুরবে আফ্রিকার দিকে, যেখানে অপেক্ষা করছে ওয়ানডে বিশ্বকাপের বিশাল আসর।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক