আফরিনের মাথায় ‘মিস স্টার ইউনিভার্স’ মুকুট


মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘মিস স্টার ইউনিভার্স’ প্রতিযোগিতায় জয়ী হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি মডেল অনন্যা আফরিন। বিশ্বের নয়টি দেশের প্রতিযোগীর মধ্য থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। দেশে ফেরার পর তাকে সংবর্ধনা জানাতে আয়োজন করা হয় বিশেষ একটি অনুষ্ঠানের।
অনন্যা আফরিন বলেন, “এই সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তা, আমার মা এবং আমার শিক্ষক পিয়াল ভাইকে ধন্যবাদ জানাই। দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত। আশা করি, ভবিষ্যতেও দেশের নাম আরও উজ্জ্বল করতে পারব।”
অনুষ্ঠানে বক্তারা অনন্যার এই অর্জনকে বাংলাদেশের জন্য গৌরবময় সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি কাজী হায়াত, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েব, অভিনেতা শাওন আশ্রাফ, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, চিকিৎসক সাবরিনা এবং অনন্যার মা নাছিরাসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
ভিওডি বাংলা/জা