• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগে নতুন চমক, ইতিহাস গড়ল চার ক্লাব

স্পোর্টস ডেস্ক    ২৭ আগস্ট ২০২৫, ০৩:১৮ পি.এম.
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ছবি: সংগৃহীত

৩৬ দল নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু হয়েছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুম। নতুন ফরম্যাটে সেই আসরে ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এবারও আসছে নতুন চমক। ২০২৫-২৬ মৌসুমের বাছাইপর্ব এখনো শেষ হয়নি, তবে ইতোমধ্যে প্রথমবারের মতো মূলপর্বে জায়গা করে নিয়েছে সাইপ্রাস, নরওয়ে, কাজাখস্তান ও বেলজিয়ামের চারটি ক্লাব।

সাইপ্রাসের ক্লাব পাফোস এফসি।

মঙ্গলবার রাতে প্লে-অফ শেষে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে ইতিহাস গড়েছে মূলপর্বে উঠে সাইপ্রাসের পাফোস এফসি। অন্যদিকে, অস্ট্রিয়ার স্টার্ম গ্রাজকে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে হারিয়ে জায়গা পাকা করেছে বোডো/গ্লিমট।

নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট ।

মাত্র ১১ বছর আগে প্রতিষ্ঠিত পাফোস এফসি আলোচনায় আসে চেলসি ও আর্সেনালের সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজকে দলে ভেড়ানোর পর। ম্যাকাবি তেল আবিব ও দিনামো কিয়েভকে হারিয়ে প্লে-অফে পৌঁছানো এই ক্লাব সাইপ্রাসের তৃতীয় দল হিসেবে ইউসিএলে খেলতে যাচ্ছে।

কাজাখস্তানের চ্যাম্পিয়ন ক্লাব কাইরাত আলমাটি।

অন্যদিকে, বোডো/গ্লিমট এবার ২০০৭-০৮ মৌসুমের পর প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে উঠেছে। এর আগের মৌসুমে তারা ইউরোপা লিগের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, যেখানে টটেনহামের কাছে হেরে বিদায় নেয়।

বেলজিয়ামের চ্যাম্পিয়ন ক্লাব ইউনিয়ন সেইন্ট-জিলোয়া।

এর আগে সরাসরি ইউসিএলের টিকিট কেটেছিল কাজাখস্তানের চ্যাম্পিয়ন কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সেল্টিককে হারিয়ে বড় চমক দেখিয়েছে কাইরাত। কাজাখস্তান থেকে আস্তানার পর দ্বিতীয় ক্লাব হিসেবে ইউরোপের সর্বোচ্চ মঞ্চে খেলবে তারা। 

আসন্ন মৌসুমের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার মোনাকোতে। প্রথম রাউন্ডের ম্যাচ শুরু হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ মেয়াদের বেশি বাফুফেতে নয়
৩ মেয়াদের বেশি বাফুফেতে নয়
নির্বাচনে বড় পরিবর্তন, সভাপতি পদে আলোচনায় কারা?
নির্বাচনে বড় পরিবর্তন, সভাপতি পদে আলোচনায় কারা?
নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে
নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে