• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন ও উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রোজেক্টের আয়োজনে, মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস)-এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিএনবির টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সঞ্চালনায় কর্মশলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহামুদুল হাসান, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী,ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা প্রকল্প ব্যবস্থাপক  ছাবেদ আলী, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, পুরোহিত সুনীল চন্দ্রসহ  আরো অনেক।এ সময় মহিদেব যুব কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইট প্রকল্পের ফুলবাড়ী ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর আফরোজা হ্যাপী, শিমুলবাড়ি ইউনিয়নের  রনজিৎ রায়সহআরো অনেকে। 

আলোচনা সভা শেষে  বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি, বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৭ প্রচার, তরুণদেরকে যুব সংগঠনে সম্পৃক্তকরণ নারী নেতৃত্ব, ক্ষমতায়ন ও সেচ্ছাসেবী কাজে অসামন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৮ জন কে সম্মাননা ক্রেস্ট ও একটি করে ছাতা  প্রদান করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি
সিলেটে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল ১৭ কিশোর-কিশোরী
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল ১৭ কিশোর-কিশোরী
কুমারখালীতে চাচার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ
কুমারখালীতে চাচার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ