ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে শ্লীলতাহানির অভিযোগ


বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমানের বিরুদ্ধে এক সংরক্ষিত মহিলা সদস্যকে গালিগালাজ, শ্লীলতাহানি ও খুন জখমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২৭ আগস্ট) রাতে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঢলুয়া ইউপির ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ মাছুমা আক্তার।
তিনি অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমান উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ওয়ার্ডের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে বাঁধা সৃষ্টি করছেন। বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভুক্তভোগীদের অফিসে ডাকলে, গত ২৬ আগস্ট সেখানে উপস্থিত হওয়ার পর প্যানেল চেয়ারম্যান তার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের জন্য তেড়ে আসেন।
মাছুমা আক্তার আরও বলেন, প্রতিবাদ করায় একই ইউনিয়নের বাসিন্দা নিয়াজ মোর্শেদ অপুর বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যে আমাকে খুন জখমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। এ ঘটনায় আমি থানায় মামলার আবেদন করেছি।
তিনি অভিযোগ করে বলেন, প্যানেল চেয়ারম্যান দীর্ঘদিন ধরে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের ঐতিহ্য নষ্ট করেছেন। ইউনিয়নের ট্যাক্স ও সরকারি সহায়তার সিংহভাগ তিনি আত্মসাৎ করেছেন। জেলেদের চাল চুরি ও মাস্টাররোলে জাল সই করার মতো ঘটনাতেও তিনি জড়িত। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়।
ভুক্তভোগী ইউপি সদস্য জানান, প্যানেল চেয়ারম্যানের কারণে তারা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। শহরে থাকা তার সন্ত্রাসী স্বভাবের আত্মীয়-স্বজনদের দ্বারাও ভয়ভীতি প্রদর্শন করা হয়। সম্প্রতি তিনি রাজনৈতিক অবস্থান বদলে বিএনপির ছত্রছায়ায় নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢলুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মোঃ জাহিদুল ইসলাম সুমন, ইউপি সদস্য মোঃ আল আমিন হোসেন আরিফ, মোঃ নাসির উদ্দিন, মোছাঃ ছবি বেগমসহ আরও অনেকে।
মাছুমা আক্তার তার বক্তব্যে বলেন, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু প্যানেল চেয়ারম্যানের কর্মকাণ্ড আমার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। তার অনৈতিক কর্মকাণ্ডের বিচার চাই।
ভিওডি বাংলা/ এমএইচ