• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ১২:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর, পুলিশি হস্তক্ষেপে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাতেই বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। একই রাতেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

আজ শনিবার সারা দেশে বিক্ষোভ ডেকেছে গণ অধিকার পরিষদ। এমন পরিস্থিতিতে সকাল থেকেই কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান রয়েছে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল ৮টা থেকে পুলিশ দায়িত্ব পালন করছেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অবস্থান বজায় থাকবে। দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানা ও রাজারবাগ পুলিশ লাইনের সদস্য।

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নুরুল হক নুর গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ ও বুক রক্তাক্ত এবং নাক ফেটে গেছে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ নেতা হানিফের বিচারপ্রক্রিয়া শুরু
আওয়ামী লীগ নেতা হানিফের বিচারপ্রক্রিয়া শুরু
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার