• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিসিবি সভাপতি হলে ক্রিকেট এগিয়ে নিব: তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক    ৩১ আগস্ট ২০২৫, ০৫:০৬ পি.এম.
তামিম ইকবাল খান-ছবি সংগৃহীত

আগামী অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিচালক পদে লড়াই করার পাশাপাশি পর্যাপ্ত সমর্থন পেলে বিসিবির সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন তামিম ইকবাল খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিজয়ী হলে দেশের ক্রিকেটকে কীভাবে এগিয়ে নেবেন, সেই পরিকল্পনা প্রকাশ করেছেন।

তামিম বলেন, “বর্তমান পরিস্থিতি মোটেও ভালো নয়। মানুষ একে অপরকে ছোট করছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এখন সময় এসেছে নতুন চিন্তাভাবনা আনার জন্য এবং সেই মানুষকে খুঁজে পাওয়ার, যার মানসিকতা আধুনিক এবং দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সক্ষম।”

তিনি আরও বলেন, “সবাই বলছে বাংলাদেশকে আধুনিক ক্রিকেট খেলতে হবে। তবে শুধু খেলোয়াড়রা আধুনিক ক্রিকেট খেললেই হবে না, সিদ্ধান্ত গ্রহণকারীদের মানসিকতাও আধুনিক হতে হবে। পুরোনো চিন্তাভাবনা নিয়ে চললে সমস্যার সমাধান হবে না।”

নির্বাচিত হলে তামিম আগামী প্রজন্মের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান। তবে চার বছরের মেয়াদে সব কিছু একসাথে করার চেষ্টা করলে সঠিক ফল পাওয়া সম্ভব নয়।

তামিম সভাপতি হলে প্রধানত কয়েকটি বিষয়ে মনোযোগ দেবেন। তার মতে, বর্তমান সময়ে সবচেয়ে জরুরি হলো পরিকাঠামো উন্নয়ন। খেলোয়াড় ও কোচ থাকলেও তাদের উন্নতির পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। বর্তমানে একই একাডেমি মাঠে একসঙ্গে সাতটি দল অনুশীলন করে। তিনি বলেন, “বিপিএল বা ডিপিএল চলাকালে এক মাঠে সাত দল অনুশীলন করে। অথচ বিসিবি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড, প্রায় ১৩০ কোটি টাকা এফডিআর থাকা সত্ত্বেও যথাযথ পরিকাঠামো নেই।”

তিনি আশা প্রকাশ করেন, আগামী চার বছরে পরিকাঠামো উন্নয়ন সম্পন্ন করতে পারলে আগামী ৮-১০ বছরে বাংলাদেশ ক্রিকেট উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “যদি কোনো ব্যবসা শুরু করি, কিন্তু কারখানা না থাকে, তবে পণ্য কোথায় তৈরি হবে?”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক