• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা

   ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পি.এম.
প্রথমবার ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সিকান্দার রাজা। সংগৃহীত ছবি

হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের তারকা ব্যাট ও বলে আলো ছড়িয়েও দলকে জয় এনে দিতে পারেননি।

সপ্তাহজুড়ে রাজা দুটি অর্ধশতক হাঁকান—এক ম্যাচে ৯২, আরেক ম্যাচে অপরাজিত ৫৯ রান। প্রথম ওয়ানডেতে বল হাতে নেন একটি উইকেটও। তবে টানা দুই ম্যাচে হেরেছে জিম্বাবুয়ে।

তবুও রাজা ৩০২ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাইকেও ছাড়িয়ে শীর্ষে জায়গা করে নেন। ব্যাটিংয়েও অগ্রগতি হয়েছে তার; ৯ ধাপ এগিয়ে তিনি এখন ২২তম স্থানে।

অন্যদিকে, সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করে পাথুম নিশাঙ্কা উঠে এসেছেন ১৩তম স্থানে। জেনিথ লিয়ানাগে এগিয়েছেন ২৯তম স্থানে। বোলিং র‌্যাঙ্কিংয়ে আসিথা ফার্নান্দো ৩১তম আর দিলশান মাদুশাঙ্কা ৫২তম স্থানে উঠে গেছেন।

এদিকে, হেডিংলিতে ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। চার উইকেট নেওয়া কেশভ মহারাজ ৬৯০ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে জায়গা পোক্ত করেছেন। লঙ্গি এনগিডি এগিয়েছেন ২৩তম স্থানে, আর ইংল্যান্ড হেরে গেলেও জোফরা আর্চার ঢুকে পড়েছেন শীর্ষ বিশে (১৯তম)।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক