• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিসিবি সভাপতিকে হুমকি, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

স্পোর্টস ডেস্ক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এ.এম.
বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-ছবি সংগৃহীত

আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল, সাবেক সভাপতি ফারুক আহমেদ ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রীড়াঙ্গনে এ নির্বাচন এখন প্রধান আলোচ্য বিষয়।

এর মধ্যে বুলবুল অভিযোগ করেছেন, তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন এবং সরকারি বন্দুকধারী নিয়োগের আবেদন করেছেন।

গত বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “আসন্ন নির্বাচনকে সামনে রেখে সভাপতির নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াতের কারণে নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োগ আবশ্যক।”

পরবর্তীতে বুলবুল এক বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয়। তিনি বলেন, “ফোনে বলা হয়েছিল, ‘ইলেকশন না করলে হয় না?’ না করলে ভালো হয়। নিরাপত্তা নিয়ে ভয় রয়েছে। ফোনটি এসেছিল কয়েক দিন আগে।”

গত বছরের ৫ আগস্ট ফারুক আহমেদকে সরিয়ে এনএসসি সাবেক অধিনায়ক ও আইসিসিতে কর্মরত বুলবুলকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন দেয়। দায়িত্ব নেওয়ার পর তিনি বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে স্বল্পমেয়াদে দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচনের ঘোষণার পর পদে পদে চমক এসেছে। পরিচালক পদে নির্বাচন চান তামিম ইকবাল। ফারুকসহ আরও কয়েকজনের পরিচালক পদে অংশ নেওয়ার কথা জানা গেছে। বুলবুল জানিয়েছেন, “টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে খেলতে চাই” এবং চালু কাজ এগিয়ে নিতে নতুন নির্বাচনে অংশ নেবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক