• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শিল্পকলায় সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান

বিনোদন ডেস্ক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পি.এম.
কিংবদন্তি সাবিনা ইয়াসমিন-ছবি সংগৃহীত

বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ৭১ বছর পূর্ণ করেছেন ৪ সেপ্টেম্বর। সদ্য ৭২-এ পা দেওয়া ‘কোকিলকণ্ঠী’ খ্যাত এই শিল্পীর দীর্ঘ সংগীতজীবন উদযাপনের জন্য অনুষ্ঠান আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সাবিনা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং সম্মাননা প্রদান করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, যার শিরোনাম ‘শুধু গান গেয়ে পরিচয়’। এ পর্বে থাকবে সাবিনা ইয়াসমিনের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, দেশের বরেণ্য শিল্পীদের স্মৃতিচারণা, নবীন শিল্পী ও সংগীত পরিচালকদের কম্পোজিশনে সাবিনার গান, এবং প্রধান আকর্ষণ হিসেবে সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা আফজাল হোসেন।

সাবিনা ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ৬ বছর বয়সে ‘অল পাকিস্তান স্কুল মিউজিক কম্পিটিশন’-এ প্রথম পুরস্কার জেতেন। এ পর্যন্ত তিনি ষোলো হাজারের মতো গান রেকর্ড করেছেন, যার মধ্যে চলচ্চিত্রের গান, আধুনিক বাংলা গান, পল্লীগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, গজলসহ বিভিন্ন ধরনের গান অন্তর্ভুক্ত।

সাবিনা ইয়াসমিন ১৯৮৩ সালে ভারতের বিশ্ব উন্নয়ন সংসদ থেকে ‘সংসদ রত্ন’ উপাধি পেয়েছিলেন এবং ১৯৮৫ সালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে সর্বোচ্চ পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার’ পান ১৯৯৬ সালে এবং ‘একুশে পদক’ লাভ করেন ১৯৮৪ সালে। তিনি বাংলাদেশের একমাত্র শিল্পী, যিনি শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে ১৫বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল