• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। সম্প্রতি দীর্ঘদিন বাস্তুচ্যুত থাকার পর গ্রামটিতে ফিরে আসা বাসিন্দারাই মূলত এই হামলার শিকার হন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে মোটরসাইকেলে আসা বোকো হারামের জঙ্গিরা নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে।

নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয় সেনাসদস্যসহ মোট ৫৫ জন রয়েছেন। অন্যদিকে দারুল জামার ঐতিহ্যবাহী প্রধান রয়টার্সকে জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেক বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, “তারা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করেছে এবং নারীদের ছেড়ে দিয়েছে। প্রায় প্রতিটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০টির বেশি বাড়ি ও ১০টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।”

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, বোকো হারাম ও এর বিচ্ছিন্ন সংগঠন আইএসডব্লিউএপি (আইএসআইএস পশ্চিম আফ্রিকা শাখা) দমনে সম্প্রতি বোর্নো প্রদেশে অভিযান জোরদার করা হয়েছে। তবে এএফপি নিরাপত্তা সূত্রে জানায়, দারুল জামা গ্রামটি বর্তমানে বোকো হারাম কমান্ডার আলি গুলদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনিই হামলার নেতৃত্ব দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা বাবাগানা মালা জানান, হামলার তিন দিন আগে থেকেই সেনাদের বোকো হারামের সমাবেশের বিষয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু অতিরিক্ত বাহিনী পাঠানো হয়নি। হামলার পর তিনি সৈন্যদের সঙ্গে ৪৬ কিলোমিটার দূরের বামা শহরে পালিয়ে যান।

হামলায় ভাইকে হারানো হাজ্জা ফাতি নামের এক নারী বলেন, “সরকার আমাদের বলেছিল আমরা নিরাপদে আছি। এখন আবার আমাদের স্বজনদের দাফন করতে হচ্ছে।”

এই হত্যাযজ্ঞ নাইজেরিয়ায় বাস্তুচ্যুতদের ক্যাম্প বন্ধ করে তাদের গ্রামে ফেরত পাঠানোর সরকারি সিদ্ধান্ত নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

২০০৯ সাল থেকে বোকো হারাম উত্তর-পূর্ব নাইজেরিয়ায় খেলাফত প্রতিষ্ঠার জন্য সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। এতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত এবং ২০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে। ২০১৬ সালে গোষ্ঠীটি থেকে আইএসডব্লিউএপি আলাদা হয়ে যায়।

অলাভজনক সংস্থা গুড গভর্ন্যান্স আফ্রিকা জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে প্রায় ৩০০টি হামলায় ৫০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর বেশিরভাগ হামলাই আইএসডব্লিউএপি পরিচালনা করেছে।

সূত্র : আল-জাজিরা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে সশস্ত্র হামলায় নিহত ৫, আহত ২২
ইসরায়েলে সশস্ত্র হামলায় নিহত ৫, আহত ২২
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন