• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বুলবুলকে হুমকির অভিযোগ, মুখ খুললেন তামিম

স্পোর্টস ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পি.এম.
সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল-তামিম ইকবাল-ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের আভাস মিলছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের মধ্যে। এর মধ্যেই অজ্ঞাত এক ফোনে হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বুলবুল।

গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচনে অংশ না নেওয়ার জন্য তাকে ফোনে বলা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা ও বন্দুকধারী চেয়ে বিসিবির প্রধান নির্বাহী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠালেও সেখানে হুমকির প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে সম্প্রতি টেলিভিশনের এক টকশোতে প্রতিক্রিয়া জানান তামিম ইকবাল। তিনি বলেন, “আমি ক্রিকেটার, সন্ত্রাসী না। যদি সত্যিই এমন কল এসে থাকে, সেটা খুবই দুঃখজনক। বুলবুল ভাইয়ের উচিত বিষয়টি স্পষ্টভাবে বলা এবং নম্বর প্রকাশ করা। দেশে যথেষ্ট ইন্টেলিজেন্স আছে, সহজেই খুঁজে বের করা সম্ভব।”

তামিম আরও যোগ করেন, “যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে তবে জিডি করার অপশন আছে। আর না হয়ে থাকলে সেটাও পরিষ্কার করা দরকার। মাঝামাঝি রাখলে বিভ্রান্তি তৈরি হয়।”

এর আগে অবশ্য বুলবুল ওই ফোনকলকে সরাসরি ‘হুমকি’ বলেননি। তিনি জানান, কলকারী শুধু নির্বাচনে না আসার পরামর্শ দেন। তবে বিষয়টি তাকে আতঙ্কিত করেছে।

প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন তামিম, পাশাপাশি সাবেক সভাপতি ফারুক আহমেদসহ আরও কয়েকজন পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক