• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

তামিম–বুলবুল প্রতিদ্বন্দ্বিতায় জমজমাট বিসিবি নির্বাচন

স্পোর্টস ডেস্ক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পি.এম.
বিসিবি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি মাসের শুরুতে বোর্ড সভা শেষে এ তারিখ ঘোষণা করা হয়। এদিকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাদের অংশগ্রহণে এবারের নির্বাচন নিয়ে ইতোমধ্যে ক্রিকেটাঙ্গনে বাড়ছে উত্তেজনা।

গত মঙ্গলবার (২ সেপ্টম্বর) বুলবুল জানান, তিনি আবারও নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তার ভাষায়, “ওয়ানডে ইনিংস খেলতে চাই। যেসব কাজ শুরু করেছি, সেগুলো ভালোভাবে এগিয়ে চলেছে। তাই ধারাবাহিকতা বজায় রাখতেই নির্বাচন করছি।” তবে তিনি হুমকি পাওয়ার অভিযোগও তুলেছেন।

অন্যদিকে তামিম ইকবালের প্রার্থিতা শক্তিশালী হিসেবে বিবেচিত হচ্ছে। সাবেক নির্বাচক ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নির্বাচনের লড়াইকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।

আজ (সোমবার) সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই। বিসিবি একটি স্বতন্ত্র সংস্থা, তাই তারাই সিদ্ধান্ত নেবে। সরকারের পক্ষ থেকে যথাসময়ে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”

বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন

২৫ সদস্যের বিসিবি বোর্ডে তিন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন।

ক্যাটাগরি-১: ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ১২ পরিচালক।

ক্যাটাগরি-২: জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন ১০ পরিচালক।

ক্যাটাগরি-৩: একজন পরিচালক নির্বাচিত হন ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায়।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করে ২ পরিচালক। এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক