• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাকসুতে দেখা গেল জাতীয় নির্বাচনের সুষ্ঠু প্রতিফলন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম -ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন ইতোমধ্যে ডাকসু নির্বাচনে দেখা গেছে। সরকার কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না, এবং ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেবে।”

তিনি জানান, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে।

শফিকুল আলম আরও বলেন, সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র সরকারের ইচ্ছার ওপর নির্ভর করে না, সমাজ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের সময়সূচি থেকে সরে আসলে তা জাতীয় মহাবিপর্যয় ডেকে আনতে পারে।

প্রেস সচিব বলেন, “জনগণ যদি কেন্দ্রগুলোতে ভোট দিতে উৎসাহী হয়, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না। ডাকসু নির্বাচনের উদাহরণ দেখলেই বোঝা যায়, জাতীয় নির্বাচনও ভালো হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল
বাংলাদেশে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য, তদন্তে এনবিআর
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য, তদন্তে এনবিআর
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে: আলী রীয়াজ
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামীর পথরেখা তৈরি হবে: আলী রীয়াজ