• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লিটনের সর্বোচ্চ ছক্কার রেকর্ড, ব্যাট হাতে একাধিক কীর্তি

স্পোর্টস ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ এ.এম.
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন চলমান এশিয়া কাপেও। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারানোর পথে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলার পথে গড়েছেন একাধিক রেকর্ড।

আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে বুধবার (১১ সেপ্টেম্বর) আগে ব্যাট করে হংকং তোলে ১৪৩ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও রিশাদ হোসেন নেন দুইটি করে উইকেট। এরপর লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ব্যাট হাতে নেতৃত্ব দেন লিটন। পারভেজ হোসেন ইমন (১৪ বলে ১৯) ও তানজিদ তামিম (১৮ বলে ১৪) দ্রুত ফিরে গেলে লিটন ও তাওহীদ হৃদয়ের ৯৫ রানের জুটি দলকে জয়ের পথে নিয়ে যায়। লিটন ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ রানে আউট হলেও হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রানে।

দলের জয় নিশ্চিত করার পথে ছক্কা হাঁকিয়ে লিটন বাংলাদেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক হন। এদিন তিনি মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ছাড়িয়ে যান। মাহমুদউল্লাহর ১৪১ ম্যাচে ৭৭ ছক্কার বিপরীতে লিটন মাত্র ১১১ ম্যাচে হাঁকালেন ৭৮ ছক্কা।

শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন লিটন। তিনি ২৪৯৬ রান নিয়ে টপকেছেন মাহমুদউল্লাহকে (২৪৪৪ রান, ১৪১ ম্যাচ)। এই তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান (২৫৫১ রান, ১২৯ ম্যাচ)।

বাংলাদেশি ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি রানসংগ্রাহকের তালিকা: সাকিব আল হাসান-২৫৫১ রান (১২৯ ম্যাচ), লিটন দাস-২৪৯৬ রান (১১১ ম্যাচ), মাহমুদউল্লাহ রিয়াদ-২৪৪৪ রান (১৪১ ম্যাচ), তামিম ইকবাল – ১৭০১ রান (৭৪ ম্যাচ) ও মুশফিকুর রহিম- ১৫০০ রান (১০২ ম্যাচ)

বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে ছক্কার তালিকায় লিটনের পর আছেন সৌম্য সরকার (৫৫), সাকিব আল হাসান (৫৩), জাকের আলি অনিক (৩৮), আফিফ হোসেন (৩৮), তাওহীদ হৃদয় (৩৭), মুশফিকুর রহিম (৩৭), তানজিদ তামিম (৩৪) ও সাব্বির রহমান (২৯)।

এশিয়া কাপে ইনিংসে সর্বোচ্চ রান করা বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায়ও উঠে এসেছেন লিটন। সাব্বির রহমানের রেকর্ড (শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রান, ২০১৬) এখনও শীর্ষে থাকলেও, লিটনের ৫৯ রান এখন দ্বিতীয় সর্বোচ্চ।

তাছাড়া লিটন ও তাওহীদের ৯৫ রানের জুটি এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এর আগে সাকিব ও সাব্বির ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ৮২ রানের জুটি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ, বরখাস্ত ২ দেশের কোচ
বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ, বরখাস্ত ২ দেশের কোচ
আশরাফুল-জেসির বদলে  নতুন সদস্য বুলবুল-ফাহিম
আশরাফুল-জেসির বদলে  নতুন সদস্য বুলবুল-ফাহিম
লিগ কমিটির জরুরি সভায় ঘরোয়া ফুটবলের সূচি পরিবর্তন
লিগ কমিটির জরুরি সভায় ঘরোয়া ফুটবলের সূচি পরিবর্তন