• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবারের (১২ সেপ্টেম্বর) এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্র ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১১১ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ৩৯.৫ কিলোমিটার গভীরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, রাশিয়ার কিছু উপকূলে সর্বোচ্চ এক মিটার পর্যন্ত বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে। তবে জাপান, হাওয়াই ও প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটারের কম হতে পারে।  

এর আগে জুলাইয়ে কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প ও চার মিটার উঁচু সুনামি আঘাত হানে। সেই সময় হাওয়াই ও জাপানে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছিল।

২০১১ সালে জাপানে ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত
নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হলেন সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হলেন সুশীলা কার্কি
জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না'
জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না'