• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হঠাৎ জরুরি বৈঠকে বিসিবি, কারণ কী?

স্পোর্টস ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে অবস্থান করছে আরব আমিরাতে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের দিন শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি হবার সময় মিরপুরে শেরে-ই বাংলা স্টেডিয়ামে বসছে বিসিবির বোর্ডের জরুরি বৈঠক। মিটিংটি শুরু হবে দুপুর ২টায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধান আলোচ্য বিষয় হিসেবে আসন্ন বিসিবি নির্বাচন রয়েছে। গত সপ্তাহে জানা যায়, বোর্ডের সংবিধান ও বিধিমালা অনুযায়ী তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা হলেন:

১. অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট-প্রধান নির্বাচন কমিশনার।
২. মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ ও প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-নির্বাচন কমিশনার।
৩. জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)-নির্বাচন কমিশনার।

গেল ১ সেপ্টেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। বোর্ডের সংবিধান অনুযায়ী চার বছরের মেয়াদ শেষে এবারও নির্বাচন সম্পন্ন করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেলসির বিরুদ্ধে ৭৪টি নিয়ম ভঙ্গের অভিযোগ
চেলসির বিরুদ্ধে ৭৪টি নিয়ম ভঙ্গের অভিযোগ
বাংলাদেশের সুপার ফোরে বাধা শ্রীলঙ্কা
বাংলাদেশের সুপার ফোরে বাধা শ্রীলঙ্কা
হৃদয়: ‘আমি মাঠে নামি জেতার জন্য’, ৩৬ বলে ৩৫ রান
হৃদয়: ‘আমি মাঠে নামি জেতার জন্য’, ৩৬ বলে ৩৫ রান