সাকিবকে ছাড়িয়ে চূড়ায় ওঠার অপেক্ষায় লিটন


মাঝে কিছুদিন রান খরা থাকা সত্ত্বেও ব্যাট হাতে আবার ছন্দে ফিরেছেন লিটন দাস। নেদারল্যান্ডস সিরিজে দু'টি ফিফটির পর এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। এবার নতুন একটি রেকর্ড গড়ার সুযোগ লিটনের সামনে।
আজ (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ৪ রান করলেই লিটন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। আর ৫৬ রান করলে তিনি সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান করার রেকর্ডের মালিক হবেন।
বর্তমানে সাকিব আল হাসান দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২,৫৫১ রান করেছেন। লিটনের রান বর্তমানে ২,৪৯৬। সাকিবকে পেছনে ফেলে লিটন অন্তত ১৭ ম্যাচ কম খেলে রেকর্ডটি নিজের করতে পারবেন।
চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। এছাড়া তিনি দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও নিজের দখলে নিয়েছেন। অধিনায়কত্বে ২০ ম্যাচে বাংলাদেশকে ১১ জয় এনে দিয়েছেন তিনি।
ভিওডি বাংলা/জা