• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢামেকে ৬ সন্তানের জন্ম দিলেন এক মা

নিজস্ব প্রতিবেদক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আজ ১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় প্রিয়া নামের এক নারী একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। ২১২ নম্বর ওয়ার্ডে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, ওজন কম হওয়ায় তাদের মধ্যে তিনজনকে ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) তে রাখা হয়েছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালের এক চিকিৎসক গণমাধ্যমকে বলেন, “মা বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তবে নবজাতকদের জন্য পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, হঠাৎ ছয় সন্তানের জন্মে তারা আনন্দিত হলেও নবজাতকদের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। সবাই নবজাতকদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বাংলাদেশে একসঙ্গে ছয় সন্তানের জন্ম বিরল ঘটনা। অতীতে কিছুবার এমন ঘটনা ঘটলেও অধিকাংশ নবজাতককে দীর্ঘ সময় নিবিড় চিকিৎসার প্রয়োজন হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, স্বাক্ষরিত এলওআই
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর