• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

খাসির মাংসের ঝাল ভুনার সহজ রেসিপি

লাইফস্টাইল    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পি.এম.
খাসির মাংসের ঝাল ভুনা। ছবি : সংগৃহীত

গরম ভাতের সঙ্গে খাসির মাংসের ঝাল ভুনা পোলাও, রুটি, পরোটা উপভোগের জন্য আদর্শ। এমনকি খিচুড়ির সঙ্গে এটি খাওয়াও বেশ মজাদার। তবে রান্না করার সময় মসলার পরিমাণ ও পদ্ধতি না জানলে স্বাদে ভিন্নতা আসতে পারে। তাই রান্নায় মনোযোগী হয়ে সঠিক পরিমাণে মসলা ব্যবহার এবং ধাপে ধাপে প্রস্তুতি খুবই জরুরি।

প্রয়োজনীয় উপকরণ   
খাসির মাংস: ১ কেজি
আলু: ২টি
পেঁয়াজ: ২টি
রসুন: ৬ কোয়া
আদা: ১ ইঞ্চি টুকরা
টমেটো: ৩টি
গোলমরিচ: ১ চা চামচ
লবঙ্গ: ১/২ চা চামচ
জিরা: ১ চা চামচ
মাংসের মসলা: ২ টেবিল চামচ
গরম মসলা: ১ চা চামচ
হলুদ গুঁড়া: ১ চা চামচ
মরিচ গুঁড়া: ১ চা চামচ
তেল: ৫ টেবিল চামচ
লবণ: স্বাদমতো

রান্নার প্রক্রিয়া
প্রথমে  একসঙ্গে বেটে নিন পেঁয়াজ, রসুন ও আদা। লবঙ্গ, জিরা ও গোলমরিচ একসঙ্গে গুঁড়া করে রাখুন। আলু মাঝখান দিয়ে কেটে নিন। ১ টেবিল চামচ তেল গরম করে ১/৪ চা চামচ জিরা এবং এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে আলু ভেজে নিন দুই মিনিটের মতো। অন্য একটি হাঁড়িতে বাকি তেল হালকা গরম করে মরিচ গুঁড়া দিয়ে নেড়ে পেঁয়াজ, আদা ও রসুনের বাটা মিশিয়ে দিন। কয়েক মিনিট পর গুঁড়া মসলা, মাংসের মসলা, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে পাঁচ মিনিট নাড়তে থাকুন। মসলা তেল ছেড়ে দিলে খাসির মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। এরপর টমেটো কুচি ও ভাজা আলু দিয়ে দিন। দুই কাপ গরম পানি যোগ করে মাংস সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হয়ে তেল উপরে ভেসে উঠলে গরম মসলা ছিটিয়ে পরিবেশন করুন।

এই সহজ ধাপগুলো অনুসরণ করলে খাসির মাংসের ঝাল ভুনা হবে মসলাদার ও সুস্বাদু, যা সকল প্রকার ভাত বা রুটির সঙ্গে ভালোভাবে খাওয়া যাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসে, শক খায় না?
পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসে, শক খায় না?
চোখের নিচের কালো দাগ কখন হতে পারে স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত
চোখের নিচের কালো দাগ কখন হতে পারে স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত
এই উৎসবে নিজ হাতে বানান সুস্বাদু গোলাপজাম
এই উৎসবে নিজ হাতে বানান সুস্বাদু গোলাপজাম