• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাকিস্তানকে কটাক্ষ করে কী বললেন সূর্যকুমার?

স্পোর্টস ডেস্ক    ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে পর পর দুই ম্যাচ পাকিস্তানকে হারিয়েছে ভারত। মাঝের সময়ে কোনো মন্তব্য না করলেও রোববার (২১ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারিয়ে আর চুপ থাকেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের কাটা ঘায়ে যেন এদিন নুনের ছিটা দেন তিনি। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বলেন, ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়।

এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। এরপর রোববার সুপার ফোরের ম্যাচে ভারত জেতে ৬ উইকেটে। সূর্যকে সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক জিজ্ঞাসা করেন, এই ‘ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে তিনি কী বলবেন? এ সময় এখনকার ভারত-পাকিস্তান লড়াই নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে দেন সূর্য।

ভারত অধিনায়ক বলেন, ‘এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এবার প্রশ্ন করা বন্ধ করা উচিত। আমার মতে, যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তাহলে এখন আর এটা কোনো লড়াই নয়।’

এমনিতেই সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তানের নাম মুখে আনেননি সূর্যকুমার। ‘আরও একটা ম্যাচ’ হিসেবেই বারবার উল্লেখ করেছিলেন তিনি। এ অবস্থায় পাকিস্তানকে হারানোর পর সূর্যকুমার যা বললেন, তা নিয়ে আলোচনা-সমালোচনা আরও বাড়বে। এর আগে আর কোনো অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে খোলাখুলি এরকম মন্তব্য করেননি।

ক্রিকেটে গত ১৫ বছর ধরে পাকিস্তানের উপর আধিপত্য বিস্তার করেছে ভারত। এ সময় হওয়া ৩১টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। সার্বিক পরিসংখ্যানের বিচারে অবশ্য এখনও এগিয়ে পাকিস্তান। দুই দলের ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পাকিস্তান ৮৮টি জিতেছে, ভারত জিতেছে ৭৮টি।
 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক