• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

প্রথম বলের আক্রমণাত্মক রহস্য জানালেন অভিষেক

স্পোর্টস ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পি.এম.
অভিষেক শর্মা-ছবি সংগৃহীত

চলমান এশিয়া কাপে একাধিকবার ইনিংসের প্রথম বলেই চার বা ছক্কা হাঁকিয়েছেন অভিষেক শর্মা। যেন শুরুতেই প্রতিপক্ষকে বার্তা দিয়ে দেন, তিনি কেমন ক্রিকেট খেলতে যাচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধেও খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। যদিও সেই ম্যাচে শুরুতে কিছুটা ধীরগতিতে খেলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করেই জয় পায় ভারত। ৩৭ বলে করেন ৭৫ রান।

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় ভারত। ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে অভিষেক জানান, কেন তিনি প্রথম বলেই বড় শট খেলতে পছন্দ করেন।

ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার তাকে প্রশ্ন করেন, প্রায়ই কেন ইনিংসের প্রথম বলেই ছক্কা বা চার মারেন। জবাবে অভিষেক বলেন, “আমি আগে থেকে খুব একটা ভাবি না। বলটা যদি ব্যাটে আসে, আমি শট খেলি। সেটা প্রথম বল হোক বা না হোক। প্রথম বলে ছক্কা মারা আমার কোনো অভ্যাস নয়।”

তাহলে কেন বেশ কয়েকটি ম্যাচে প্রথম বলেই বড় শট খেললেন? সেই ব্যাখ্যাও দেন তিনি- “অনেক বোলার আছেন যারা প্রথম বলেই উইকেট নেওয়ার চেষ্টা করেন। আমি তাদের বিরুদ্ধেই প্রথম বল আক্রমণ করার চেষ্টা করি। যেমন পাকিস্তানের বিপক্ষে শাহিন আফ্রিদি সামনে থাকায় দুটো ম্যাচেই প্রথম বলে বড় শট খেলেছি। তবে সব ম্যাচে তা করব না।”

বাংলাদেশের বিপক্ষে প্রথম তিন ওভার ধরে অপেক্ষা করেই ব্যাটিং শুরু করেছিলেন অভিষেক ও শুভমান গিল। এরও কারণ ব্যাখ্যা করেছেন তিনি- “এই উইকেটে আগে খেলা হয়নি। পিচ কেমন আচরণ করবে তা জানতাম না। তাই আমরা ঠিক করেছিলাম শুরুর কয়েকটা ওভার দেখে নেব, তারপর আক্রমণ করব।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক