• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২০ বছর ডিপ ফ্রিজে মেয়ের মরদেহ, বৃদ্ধা আটক

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জাপানের ইবারাকি অঞ্চলে এক বৃদ্ধা তার মেয়ের মরদেহ ২০ বছর ধরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করার অভিযোগে পুলিশে গ্রেপ্তার হয়েছেন। ৭৫ বছর বয়সী কেইকো মোরি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আত্মীয়কে নিয়ে নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে বিষয়টি স্বীকার করেন।  

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রাজধানী টোকিওর উত্তরপূর্বে ইবারাকি এলাকায় থাকেন মোরি। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার এক আত্মীয়কে নিয়ে নিকটবর্তী পুলিশ স্টেশনে যান মোরি এবং সেখানে গিয়ে বলেন, তিনি তার বাসার ডিপ ফ্রিজে তার মেয়ে মরদেহ রেখে দিয়েছেন।

এই তথ্য জানার পর পুলিশ তার বাড়িতে যায় ডিপ ফ্রিজের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে। ওই মরদেহের পরনে ছিল একটি অন্তর্বাস ও টি-শার্ট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরি বলেছেন, এই মরদেহটি তার মেয়ে মাকিকো’র এবং গত ২০ বছর ধরে ডিপ ফ্রিজে তার মরদেহ রেখে দিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, মাকিকোর জন্ম হয়েছিল ১৯৭৫ সালে। সেই হিসেবে ২০ বছর আগে যখন মৃত্যু হয়, তখন তার বয়স ছিল ৩০ বছর।

কীভাবে তার মৃত্যু ঘটেছিল- সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে ওই কর্মকর্তা জানিয়েছেন, হত্যার কারণ জানতে মরদেহটি মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

মরদেহ সৎকার না করে সংরক্ষণের অভিযোগে মোরিকে গ্রেপ্তার করা হয়েছে। মিকাকো ছাড়াও মোরি’র আরও কয়েক জন সন্তান আছে, তবে তাদের সংখ্যা কিংবা তাদের সম্পর্কিত কোনো তথ্য পুলিশ প্রকাশ করেনি।

মোরি তার স্বামীসহ ওই বাড়িতে থাকতেন; স্বামী এক মাস আগে মারা যাওয়ায় তিনি একাই ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধস, সব পর্যটন স্পট বন্ধ
দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধস, সব পর্যটন স্পট বন্ধ
ভারতের বেনারসি শাড়ি ব্যবসায় ধস
ভারতের বেনারসি শাড়ি ব্যবসায় ধস
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু