• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে

বিনোদন ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পি.এম.
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান-ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ২৫ বছর ধরে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। তার এই দীর্ঘকালীন সাফল্য ও জনপ্রিয়তা স্বীকৃতি জানাতে সম্প্রতি তিনি একটি বিশেষ সম্মাননা পেয়েছেন।

শাকিব খানকে দেওয়া হয়েছে ‘সিলভার জুবিলি অফ এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’, যা প্রদান করেছে সংবাদপত্র দ্য ডেইলি স্টার। এই সম্মাননা ‘দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এর আয়োজনের অংশ হিসেবে ৭ সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র সফরের কারণে শাকিব খান  তখন উপস্থিত থাকতে পারেননি।

দেশে ফেরার পর তিনি দ্য ডেইলি স্টারের কার্যালয়ে এসে ব্যক্তিগতভাবে এই সম্মাননা গ্রহণ করেন। এরপর ফেসবুকে শাকিব লিখেছেন,

“চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আমাকে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। আমার প্রিয় দর্শকদের প্রতি অফুরন্ত ভালোবাসা রইল… আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না। এমন সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে আন্তরিক ধন্যবাদ।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরবাজ-সুরা দম্পতির ঘরে কন্যা সন্তান
আরবাজ-সুরা দম্পতির ঘরে কন্যা সন্তান
সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন
সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন
ভেস্তে যাচ্ছিল বিরাট-আনুশকার বিয়ে!
ভেস্তে যাচ্ছিল বিরাট-আনুশকার বিয়ে!