‘গীতা গোবিন্দম’ থেকে বাস্তব জীবনে রাশমিকা-বিজয়ের প্রেম


তেলুগু ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত প্রেমকাহিনি অবশেষে আনুষ্ঠানিক রূপ পেল। ‘গীতা গোবিন্দম’ জুটির বাস্তব প্রেম এখন গাঁথা হলো বাগদানের বন্ধনে। রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন।
গত শুক্রবার (৩ অক্টোবর) হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একান্ত আয়োজনের মধ্য দিয়ে এই বাগদান সম্পন্ন হয় বলে জানা গেছে। যদিও দুই তারকাই এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন।
রাশমিকা-বিজয়ের সম্পর্কের শুরু ২০১৭ সালে। সে সময় রাশমিকার প্রথম বাগদান ভেঙে যায় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে। ঠিক সেই সময়েই ‘গীতা গোবিন্দম’ ছবির সেটে রাশমিকার সঙ্গে পরিচয় হয় বিজয়ের। সিনেমাটি শুধু তাদের ক্যারিয়ারের সাফল্যই এনে দেয়নি, ব্যক্তিগত সম্পর্কের সূতিও গেঁথে দেয়। মজার বিষয়, সেই সিনেমাতেও গল্পের প্রয়োজনে বিয়ের দৃশ্য ছিল তাদের!
২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ মুক্তির পর তাদের অনস্ক্রিন রসায়নে মুগ্ধ হন দর্শকরা। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করেন তারা, যা প্রেমের গুঞ্জন আরও জোরালো করে তোলে।
২০২০ থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাদের-ডিনার ডেটে, বিমানবন্দরে, এমনকি ছুটি কাটাতে একই স্থানে। যদিও প্রতিবারই সম্পর্কের বিষয়টি মিডিয়ার সামনে এড়িয়ে গেছেন তারা।
২০২৩ সালের পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে। জনসমক্ষে তাদের উপস্থিতি বাড়তে থাকে এবং ২০২৪ সালে সিনেমা প্রচারণার সময় দু’জনই সূক্ষ্মভাবে সম্পর্কের ইঙ্গিত দেন।
ডেকান ক্রনিকল-এর প্রতিবেদন অনুযায়ী, তাদের বাগদান ছিল একান্ত পারিবারিক আয়োজন। গুঞ্জন রয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হবে তাদের বিয়ের অনুষ্ঠান।
রিল লাইফ থেকে রিয়েল লাইফ-‘গীতা গোবিন্দম’-এর রোমান্টিক রসায়ন এখন বাস্তব জীবনের প্রেম ও বন্ধনে রূপ নিয়েছে। তেলুগু বিশ্লেষকদের ভাষায়, রাশমিকা-বিজয়ের এই সম্পর্কের যাত্রা ছিল “অনিবার্য”, আর ভক্তদের জন্য এটি যেন স্বপ্নপূরণের মুহূর্ত।
সূত্র: ডিএনএ, হিন্দুস্তান টাইমস, ডেকান ক্রনিকল
ভিওডি বাংলা/জা