• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিরপুরে চলন্ত বাসে গুলি ও আগুন: মূলহোতাসহ গ্রেপ্তার  ২

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে গুলি ছোড়া এবং আগুন ধরানোর ঘটনায় মূলহোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

পূর্বে শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার পর আগুন লাগার খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় বাসকে সেনপাড়া এলাকায় পৌঁছাতে কয়েকজন দুর্বৃত্ত হাতের ইশারা দেখিয়ে থামিয়ে দেন। এরপর চালক ও সহকারীকে বাস থেকে নামিয়ে পিটুনি দেওয়া হয়। এ সময় আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরে বাসের সামনের কাঁচে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং বাসে আগুন ধরানো হয়। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা
মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ
ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ