রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা


নেপাল এসএ গেমসে হাইজাম্পে রৌপ্য পদক জিতেছিলেন মাহফুজুর রহমান। এরপর গত বছর এশিয়ান ইনডোর গেমসে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তিনি। সর্বশেষ জাতীয় আসরেও মাহফুজ স্বর্ণপদক জিতেছেন।
তবে এবার ভারতের সাফ অ্যাথলেটিক্স এবং সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে তার নাম অন্তর্ভুক্ত হয়নি। দুই প্রতিযোগিতায় জায়গা না পাওয়ায় মাহফুজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। কিছু সংখ্যক মানুষই একজন খেলোয়াড়ের মনোবল ও মরালিটি নষ্ট করতে পারে।”
বাংলা ট্রিবিউনকে মাহফুজ বলেন, “ফেডারেশন আমার সঙ্গে অন্যায্য আচরণ করেছে। ভারতের ২০ জন অ্যাথলেটের মধ্যে আমি নেই, সৌদি আরবেও সুযোগ পাইনি। তাই জাতীয় দলে থাকার কোনও লাভ নেই। এ কারণে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম যুক্তরাষ্ট্র থেকে মন্তব্য করেছেন, “মাহফুজ জাতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে, তবে স্কোর খারাপ। নেপাল এসএ গেমস এবং এশিয়ান ইনডোরের সাফল্য পুরনো। দক্ষিণ কোরিয়াতে পারফরম্যান্স ভালো হয়নি। আমরা তাকে জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ দেইনি। যদি মাহফুজ স্কোর উন্নত করতে পারেন, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক আসরে সুযোগ পাবে।”
ভিওডি বাংলা/জা