ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’


ঘুমহীন মানুষের জীবনের যন্ত্রণা ও মানসিক টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’।
এই চলচ্চিত্রে ঘুমহীন মানুষের চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। তার সঙ্গে আরও অভিনয় করেছেন রুনা খান, মো. ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত, আশিক সরকার ও কাকন চৌধুরী।
জাহাঙ্গীর হোসেন আপনের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি, যিনি ‘নয়া মানুষ’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন।
অভিনয় প্রসঙ্গে ওমর মালিক বলেন, “নির্মাতা বয়াতির সঙ্গে অনেকদিনের পরিচয়। তার কাজ সবসময়ই পছন্দ করি। ‘নিদ্রাসুর’-এর গল্প আমাকে এতটাই নাড়া দিয়েছে যে নানা প্রতিকূলতার মধ্যেও কাজটি শেষ করেছি। আশা করছি, এটি দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসব ও দর্শকদের মন জয় করবে।”
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “আমার ক্যারিয়ার শুরু হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ দিয়ে। দীর্ঘদিন পর আবার স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করে ভীষণ ভালো লেগেছে। পূর্ণদৈর্ঘ্য সিনেমার পাশাপাশি মানুষের গল্প তুলে ধরার এমন কাজ চালিয়ে যেতে চাই।”
নির্মাতা আরও জানান, চলচ্চিত্রটির সেন্সর ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে খুব শিগগিরই দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে ‘নিদ্রাসুর’ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
ভিওডি বাংলা/জা