নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক


সদ্য শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলায় সমালোচিত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার একই ঘটনা ঘটল নারী বিশ্বকাপে। গ্রুপ পর্বের ম্যাচে টস শেষে ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি।
রোববার (৫ অক্টোবর) টসের সময় দীর্ঘক্ষণ দুই অধিনায়ক পাশাপাশি দাঁড়ালেও একে অপরের দিকে তাকাতে দেখা যায়নি। তবে মাঠের বিভিন্ন মুহূর্তে দুই অধিনায়ককে হাসতে দেখা গেছে। সরকার নির্দেশনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগে থেকে ভারতের খেলোয়াড়দের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলার পরামর্শ দিয়েছিল।
ভারত একাদশ: প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্দানা, হারলিন দেওল, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেম্মা রড্রিগুয়েজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, স্নেহ রানা, রেনুকা সিং, ক্রান্তি গৌদ, শ্রী চরনি।
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, সাদাফ সামস, সিদরা আমিন, রামিন শামীম, আলিয়া রিয়াজ, সিদরা নেওয়াজ, ফাতিমা সানা (অধিনায়ক), নাটালিয়া পারভেজ, ডায়না বেগ, নাসরা সানধু, সাদিয়া ইকবাল।
ভিওডি বাংলা/জা