• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

হংকংয়ের বিপক্ষে বড় চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ: কাবরেরা

ক্রীড়া প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পি.এম.
বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। সংগৃহীত ছবি

এশিয়ান কাপ বাছাই পর্বে আসন্ন হংকং ম্যাচকে সামনে রেখে ঢাকায় পুরোদমে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। আগামী ৯ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, বড় চ্যালেঞ্জের জন্য তার দল প্রস্তুত।

রোববার (৫ অক্টোবর) অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপে কাবরেরা বলেন, “অনুশীলন খুব ভালো চলছে। ক্যাম্পের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখন পর্যন্ত দলের অগ্রগতিতে আমি খুশি ও ইতিবাচক। সব ঠিকঠাক চলছে, আরও চারটি অনুশীলন সেশন বাকি আছে। বড় চ্যালেঞ্জের আগে এটি আমাদের প্রস্তুতির সময়।”

চোট সমস্যা নিয়েও কথা বলেন কাবরেরা। তিনি বলেন, “সুমন ও ইব্রাহিম ভালো অবস্থায় এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত চোট কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং ক্লাবে পাঠানো হয়েছে পুনর্বাসনের জন্য। তবে তারিক, তপু ও আল আমিনের বিষয়ে আমরা আশাবাদী। আজই তারিক ও আল আমিন অনুশীলনে ফিরবে, আশা করি তপুও শিগগিরই ফিরবে।”

হংকংয়ের বিপক্ষে ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান কাবরেরা। তার ভাষায়, “আমরা সবার কাছেই বড় পারফরম্যান্স প্রত্যাশা করছি। নিজেদের মাঠে খেলব, এটি তিন পয়েন্ট পাওয়ার দারুণ সুযোগ। যারা এখন দলে আছে, তাদের লক্ষ্য স্পষ্ট—শেষ পর্যন্ত লড়াই করে জয় ছিনিয়ে নেওয়া।”

ইংলিশ লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন কাবরেরা। তিনি বলেন, “সব ঠিক থাকলে হামজা তিনটি অনুশীলন সেশন করবে দলের সঙ্গে। শমিত একটু পরে আসবে—পরশু রাতে। সে শুধু ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারবে, তাই তার অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।”

প্রতিপক্ষ হংকং নিয়ে কাবরেরার বিশ্লেষণ, “তারা শারীরিকভাবে শক্তিশালী দল, দলে বিভিন্ন বংশোদ্ভূত খেলোয়াড় আছে, অনেকে চাইনিজ সুপার লিগেও খেলে। সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে তাদের খেলা দেখেছি। গ্রুপের দলগুলোর মধ্যে পার্থক্য খুব কম, তাই ম্যাচটা কঠিন হবে, তবে আমরা বিশ্বাস করি জেতা সম্ভব।”

সিঙ্গাপুর ম্যাচ থেকে পাওয়া শিক্ষা নিয়েও কথা বলেন এই স্প্যানিশ কোচ। “আমরা সিঙ্গাপুর ম্যাচের ভুলগুলো বিশ্লেষণ করেছি,” বলেন কাবরেরা। “কিছু মুহূর্তে আমরা পিছিয়ে গিয়েছিলাম—কীভাবে উন্নতি করা যায়, কীভাবে আরও ধারাবাহিক হওয়া যায়, বিশেষ করে কীভাবে গোলের সুযোগ তৈরি করে তিন পয়েন্ট আনা যায়—এসব নিয়েই কাজ করছি।”

হামজা চৌধুরীর পারফরম্যান্স নিয়েও প্রশংসা করেন কাবরেরা। তিনি বলেন, “হামজা গত ম্যাচে দারুণ খেলেছে। ডিফেন্সে ভারসাম্য রক্ষা করার পাশাপাশি আক্রমণেও অবদান রেখেছে। সে এখন ডিফেন্সিভ ও অফেন্সিভ মিডফিল্ডার দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
আয়ারল্যান্ড সিরিজেই মুশফিকের শততম টেস্ট
আয়ারল্যান্ড সিরিজেই মুশফিকের শততম টেস্ট