• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেভিয়ার বিপক্ষে বড় হারে শীর্ষে ওঠা হলো না বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক    ৬ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পি.এম.
বার্সেলোনা-সেভিয়া ম্যাচের একটি মুহূর্ত। সংগৃহীত ছবি

লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে ওঠার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কাতালান ক্লাবটি। রোববার রাতে বিবর্ণ পারফরম্যান্সে সেভিয়ার মাঠে ৪-১ গোলে হেরে মাঠ ছেড়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচে পেনাল্টি মিস করে হতাশা বাড়িয়েছেন রবার্ট লেভানদোভস্কি। এর ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল বার্সেলোনা।

চোটের কারণে লামিনে ইয়ামাল, রাফিনহা ও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। গোলের জন্য ১৭টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৮টি। অন্যদিকে সেভিয়ার ১৩ শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে।

বার্সেলোনা-সেভিয়া ম্যাচের একটি মুহূর্ত।

ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে এগিয়ে নেন বার্সেলোনার সাবেক উইঙ্গার আলেক্সিস সানচেস। এরপর বার্সেলোনার ডিফেন্ডার জুলস কুন্দের ভুলের সুযোগ নিয়ে ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসাক রোমেরো।

প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান কমান মার্কাস রাশফোর্ড। এটি তার লা লিগায় প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। ৭৩তম মিনিটে বক্সে আলেসান্দ্রো বালদেকে ফাউল করা হলে পেনাল্টির সুযোগ পায় দলটি। কিন্তু স্পট কিকটি বাইরে মেরে হতাশ করেন লেভানদোভস্কি।

শেষ সময়ে ছন্দ হারিয়ে ফেলে ফ্লিকের দল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হোসে আনহেল কারমোনা ও যোগ করা সময়ে অ্যাকর অ্যাডামস গোল করে সেভিয়ার বড় জয় নিশ্চিত করেন।

এই হারের ফলে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সেভিয়া ১৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে, আর ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভিয়ারিয়াল।

ভিওডি বাংলঅ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলেন বুলবুল
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন
সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হকের জন্মদিন
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক