• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভুয়া আইডির ফাঁদে নুসরাত ফারিয়া, সতর্ক করলেন ভক্তদের

বিনোদন ডেস্ক    ৬ অক্টোবর ২০২৫, ০৭:২৪ পি.এম.
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সংগৃহীত ছবি

প্রতারণার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অভিযোগ, তার নাম ও ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি ভুয়া প্রোফাইল, যেখান থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভুয়া আইডির একটি স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি নিয়ে সতর্ক করেন ফারিয়া। তিনি লিখেছেন, “কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

নায়িকা আরও জানান, “ভুয়া প্রোফাইলটির কোনো পোস্টে প্রতিক্রিয়া জানাবেন না, কারও কথায় টাকা পাঠাবেন না; বরং দ্রুত এমন প্রোফাইল রিপোর্ট করুন।”

সোশ্যাল মিডিয়ায় তারকাদের নামে ভুয়া আইডি বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকার ঘটনা নতুন নয়। নুসরাত ফারিয়াও এবার সেই বিভ্রান্তিকর প্রতারণার শিকার। তাই তিনি সবাইকে সচেতন ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পেজে ভুয়া আইডির একটি স্ক্রিনশট শেয়ার করে সতর্ক করেন।

এর আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং বরেণ্য অভিনেতা আলমগীরও একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছিলেন। আলমগীরের বিষয়ে তার মেয়ে আঁখি আলমগীর প্রকাশ্যে সতর্ক করেছিলেন, আর প্রভা নিজেই বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন
সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন
ভেস্তে যাচ্ছিল বিরাট-আনুশকার বিয়ে!
ভেস্তে যাচ্ছিল বিরাট-আনুশকার বিয়ে!
ইলন মাস্ক নেটফ্লিক্স বয়কটের ডাক দিলেন
ইলন মাস্ক নেটফ্লিক্স বয়কটের ডাক দিলেন