• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ৬ হাজার শিক্ষার্থী, মালয়েশিয়ায় কয়েকটি স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় প্রায় ৬ হাজার শিক্ষার্থী ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ায় কয়েকটি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও মন্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আজম আহমেদ সোমবার বলেন, কোভিড ১৯ মহামারীর সময় থেকে সংক্রামক রোগ মোকাবেলায় দেশের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এসময় তিনি স্কুল কর্তৃপক্ষকে মাস্ক ব্যবহার করা এবং শিক্ষার্থীদের দলগত কর্মকাণ্ড পরিহার করার মতো স্বাস্থ্য নির্দেশিকাগুলো কঠোরভাবে অনুসরণ করার কথা মনে করিয়ে দেন।

এর আগে গত সপ্তাহে, স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে ৯৭টি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের খবর দিয়েছিল। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ১৪। নতুন করে রিপোর্ট হওয়া সংক্রমণের বেশিরভাগই স্কুল এবং কিন্ডারগার্টেনগুলোতে ঘটেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়