• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যাটে-বলে রিশাদের উজ্জ্বলতা, র‌্যাঙ্কিংয়ে বড় লাফ

স্পোর্টস ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পি.এম.
অলরাউন্ডার রিশাদ হোসেন। সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে চলমান ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। ব্যাট, বল ও ফিল্ডিং—তিন বিভাগেই উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ আপডেটে বোলিংয়ে ৬৫ ধাপ এবং অলরাউন্ডার তালিকায় ৮৭ ধাপ এগিয়েছেন তিনি।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ১৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন রিশাদ। পরে বোলিংয়েও ছিলেন কার্যকর—১০ ওভারে ৪২ রান দিয়ে নেন ৩ উইকেট, যা দলের পক্ষে সর্বোচ্চ। এর আগে প্রথম ওয়ানডেতে ১৩ বলে ২৬ রান করার পাশাপাশি মাত্র ৩৫ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি—যা ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

দুই ম্যাচের এই ধারাবাহিক পারফরম্যান্সে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে রিশাদের বড় উত্থান ঘটেছে। বোলিংয়ে ৬৫ ধাপ এগিয়ে তিনি এখন ৬৮তম স্থানে, রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৪৩০—যা তার ক্যারিয়ারসেরা।
অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও রিশাদের অবস্থান ৩৭তম, রেটিং ১৫১—এটিও তার ক্যারিয়ারসর্বোচ্চ।

এছাড়া, বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররাও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলারদের তালিকায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে ১৮তম, আর অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে এখন চারে। স্পিনার নাসুম আহমেদ ১৬ ধাপ এগিয়ে ৭১তম, এবং তানভীর ইসলাম দুই ধাপ এগিয়ে ৯৬তম স্থানে।

অন্যদিকে, স্পিননির্ভর উইকেটে কম সুযোগ পাওয়া পেসারদের অবস্থান কিছুটা খারাপ হয়েছে। তাসকিন আহমেদ ৪ ধাপ পিছিয়ে ৩৮তম, শরিফুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে ৬১তম, আর তানজিম সাকিব ৬ ধাপ নেমে গেছেন ৭৩তম স্থানে।

ব্যাটারদের মধ্যে তাওহীদ হৃদয় ৭ ধাপ এগিয়ে এখন ৩৫তম, মিরাজ ২ ধাপ উঠে ৬৩তম, আর সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে ৮৬তম স্থানে। তবে জাকের আলি (৭৮তম) ও ইনজুরির কারণে বাইরে থাকা লিটন দাস (৯১তম) কিছুটা পিছিয়েছেন।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ব্যাটারদের মধ্যে শুভমান গিল, ইব্রাহিম জাদরান, ও রোহিত শর্মা। বোলারদের তালিকায় শীর্ষে আছেন রশিদ খান, কেশভ মহারাজ, ও মহেশ থিকশানা। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষ তিনে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, সিকান্দার রাজা, ও মোহাম্মদ নবি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে