• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতের বিশেষ সুবিধা ফাঁস করলেন সাবেক আইসিসি রেফারি

স্পোর্টস ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পি.এম.
আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সংগৃহীত ছবি

ক্রিকেটের পরাশক্তি হিসেবে ভারত যে বিশেষ সুবিধা ভোগ করে—সেটা নতুন কিছু নয়। তবে এবার সেই বাস্তবতা তুলে ধরলেন সাবেক আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সম্প্রতি দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একবার দায়িত্ব পালনকালে তাকে ফোন করে অনুরোধ করা হয়েছিল যেন ধীরগতির ওভার রেটের জন্য ভারতকে শাস্তি না দেওয়া হয় এবং “সহনশীল আচরণ” করা হয়।

ক্রিস ব্রড বলেন, “ভারত তিন–চার ওভার পিছিয়ে ছিল, ফলে জরিমানা দেওয়ার কথা ছিল। ঠিক তখনই ফোন এলো—‘একটু সহনশীল হোন, সময়টা কোথাও খুঁজে নিন, কারণ এটা ভারত।’ আমি ভাবলাম, ঠিক আছে, তাহলে কিছু সময় বের করতে হবে।” শেষ পর্যন্ত জরিমানার সীমা কমিয়ে আনা হয় বলেও জানান তিনি।

ইংল্যান্ডের সাবেক ওপেনার আরও জানান, পরের ম্যাচেও একই ঘটনা ঘটে। আগের সতর্কতা উপেক্ষা করায় তখনকার ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে শাস্তি দিতে বাধ্য হন তিনি। ‘আমি আবার ফোন করে জিজ্ঞেস করলাম, এবার কী করবো? তারা বললো—জরিমানা দাও। শুরু থেকেই রাজনীতি এতে জড়িত ছিল,’ বলেন ব্রড।

ক্রিস ব্রড তার ক্যারিয়ারে ১২৩টি টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন, যার সর্বশেষটি ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কলম্বোয়। তিনি বলেন, ম্যাচ রেফারির কাজ এখন আগের চেয়ে অনেক বেশি রাজনৈতিক হয়ে পড়েছে, বিশেষত ভারতের বাড়তি প্রভাবের কারণে।

তার ভাষায়, ‘ভারত এখন পুরো আইসিসি নিয়ন্ত্রণ করছে, কারণ টাকার মালিক তারাই। তাই এক অর্থে আমি খুশি, এখন আর সেই পরিবেশে নেই। এই কাজ এখন অনেক বেশি রাজনৈতিক হয়ে গেছে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে