• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আরিয়ান কি কাস্ট করতে পারবে আমাকে?

বিনোদন ডেস্ক    ৩১ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পি.এম.
শাহরুখ খান-আরিয়ান খান-ছবি সংগৃহীত

প্রথম পরিচালিত ওয়েব সিরিজ আরিয়ান খানের ‘ব্যাডস অফ বলিউড’-এ মিনিট খানেকের উপস্থিতিতেই শোরগোল ফেলে দিয়েছিলেন বলিউড তারকা শাহরুখ খান। ছেলের পরিচালনায় এটি ছিল কিং খানের প্রথম কাজ। তবে সম্প্রতি শাহরুখ আরিয়ানের পরিচালনা নিয়ে এবার রসিকতা করে আলোচনায় এলেন।

‘ব্যাডস অফ বলিউড’-এর মাধ্যমে প্রথমবার পিতা-পুত্রের এমন সমীকরণে দর্শকেরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এর প্রেক্ষিতে আরিয়ান খানের পরিচালিত কোনো সিনেমায় শাহরুখ খান কখনো অভিনয় করবেন কি না, বলিউড কিং এমন প্রশ্নের মুখে পড়েন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে বলিউড তারকা শাহরুখ খান জবাব দেন। মজা করেই বললেন, ‘আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওর?’ 

যদিও শাহরুখ একজন ‘ফ্যামিলি ম্যান’ হিসেবেই পরিচিত এবং তিনি প্রায়ই নানা বিষয়ে রসিকতা করেন। এর আগে আরিয়ান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজে শাহরুখের সংক্ষিপ্ত উপস্থিতি বেশ প্রশংসা কুড়ায়; আর এই ওয়েব সিরিজটি আরিয়ানের পরিচালনায় প্রথম কাজ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি