• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্থগিতের শঙ্কায় বাংলাদেশ নারী দলের ভারত সফর

স্পোর্টস ডেস্ক    ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পি.এম.
ভারত-বাংলাদেশ নারী ক্রিকেট। সংগৃহীত ছবি

ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার সময়সূচি প্রায় চূড়ান্তই ছিল। তবে সর্বশেষ খবর বলছে—সফরটি স্থগিত হওয়ার সম্ভাবনা এখন বেশ প্রবল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিসিআইয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বাংলাদেশ নারী দলের সফরটি এখনও অনুমোদন পায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা তাদের কাছে পৌঁছায়নি।

ট্যুর পরিকল্পনা–সংশ্লিষ্ট এক বিসিবি কর্মকর্তা বলেন,
“স্থগিতের বিষয়ে বিসিসিআই কিছু জানায়নি। শুধু সংবাদ দেখেছি, আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ পাইনি। কী হয়, তা এখন দেখছি।”

যদিও দুই বোর্ডের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তথাপি প্রশাসনিক জটিলতা ও দুই দেশের বর্তমান কূটনৈতিক প্রেক্ষাপটই আলোচনায় ধীরগতি তৈরি করেছে বলে জানা গেছে। এর প্রভাব পড়েছে সূচি নির্ধারণ, ভেন্যু চূড়ান্তকরণসহ নানা বিষয়ে।

এর আগে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে