• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার মঞ্চে আবারও আতিফ আসলাম

বিনোদন ডেস্ক    ১৮ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পি.এম.
পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। সংগৃহীত ছবি

চব্বিশের জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে আবারও ঢাকায় চ্যারিটি কনসার্ট আয়োজন করছে অলাভজনক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’। ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’ শিরোনামের এ কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে আসছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই শহীদ ও আহতদের পরিবারকে দীর্ঘমেয়াদি পুনর্বাসন এবং জুলাইয়ের চেতনাকে উজ্জীবিত করতেই এই আয়োজন করা হচ্ছে। কনসার্ট থেকে প্রাপ্ত সব অর্থ প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন–এ। এ উদ্দেশ্যে গত ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আয়োজকদের ভাষায়, কনসার্টের মূল আকর্ষণ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আতিফ আসলামকে, এবং তার টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। আগামী ১২ থেকে ২০ ডিসেম্বর ২০২৫—এই সময়ের মধ্যেই যেকোনো দিনে কনসার্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভেন্যু ও চূড়ান্ত তারিখ শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

আতিফ আসলাম ছাড়াও অংশ নেবেন আন্তর্জাতিক অতিথি শিল্পী এবং দেশীয় জনপ্রিয় ব্যান্ড। কনসার্টে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে দেশীয় লোকসংগীত ও কাওয়ালিকে। পাশাপাশি থাকবে জুলাই বিপ্লব–সংক্রান্ত আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি ও মঞ্চনাটক।

বিজ্ঞপ্তিতে ‘স্পিরিটস অব জুলাই’ জানায়, বর্তমান সময়ে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার নানা অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করাই তাদের লক্ষ্য। তাদের ভাষায়,
“জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে একত্র করে দেশে জুলাইয়ের আবহ ফিরিয়ে আনতে চাই।”

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল প্রথম ‘ইকোজ অব রেভ্যুলেশন’, যেখানে পারফর্ম করেছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সেই কনসার্ট থেকে অর্জিত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা গত ৩১ ডিসেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি