• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিপিএলে রংপুর রাইডার্সে মোস্তাফিজ–সোহান

স্পোর্টস ডেস্ক    ২১ নভেম্বর ২০২৫, ১১:০১ এ.এম.
আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মোস্তাফিজ ও সোহান - ছবি: সংগৃহীত

আসন্ন বিপিএল আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান। সরাসরি চুক্তির মাধ্যমে দু'জনকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিলামের আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে মোস্তাফিজ ও সোহানের সঙ্গে চুক্তি সম্পন্ন করে রংপুর।

রংপুরকে এখনো শিরোপা জেতাতে না পারলেও নেতৃত্বে সবার আস্থা অর্জন করেছেন নুরুল হাসান সোহান। ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে থাকায় এবারও দলটির নেতৃত্ব দেবেন তিনি।

অন্যদিকে, ২০১৫-১৬ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএলে পথচলা শুরু হয় মোস্তাফিজের। এরপর রাজশাহী কিংস, রংপুর রেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি।

এ পর্যন্ত ৮২ ম্যাচে ১০৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। রেঞ্জার্সের জার্সিতে খেলেছিলেন তার ক্যারিয়ারসেরা মৌসুম-১২ ম্যাচে শিকার করেছিলেন ২০ উইকেট।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে