• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাকিবের পাশে তাইজুল

স্পোর্টস ডেস্ক    ২১ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পি.এম.
তাইজুল ইসলাম -ছবি: সংগৃহীত

গত বছর সেপ্টেম্বরে কানপুর টেস্টে ভারতের বিপক্ষে চার উইকেট নেন সাকিব আল হাসান। এরপর দীর্ঘদিন বাংলাদেশের হয়ে খেলেননি তিনি। সাকিবের অনুপস্থিতিতে তাইজুল ইসলাম দলের প্রধান স্পিনার হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। 

আজ শুক্রবার (২১ নভেম্বর) মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনে সাকিবের ১০০ উইকেটের ইতিহাসে তাইজুলের নাম যোগ হলো। প্রথম সেশনের শেষ দিকে দুটি উইকেট নেন তিনি। এরপর ম্যাথু হামফ্রেসকে খালেদ আহমেদের হাতে ক্যাচ করিয়ে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে অল-আউট করেন এই বাঁহাতি স্পিনার।

৩৫.৩ ওভারে ৬ মেডেনে ৭৬ রান দিয়ে চার উইকেট নেন তাইজুল। এতে তার টেস্ট ক্যারিয়ারে ৫৭ ম্যাচে মোট উইকেট সংখ্যা দাঁড়ালো ২৪৬। এতদিন শীর্ষ টেস্ট বোলারের তালিকায় ছিলেন সাকিব; এবার তাইজুল তার পাশে অবস্থান করছেন।

তাইজুলের ১১ বছরের ক্যারিয়ারে গড় বোলিং ৩১.৪ এবং ইকোনমি ৩.০৫। এক ইনিংসে কমপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন ১৭ বার, এবং ১০ উইকেট দুইবার। ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স ৩৯ রানে ৮ উইকেট।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে