বাস্তবতায় দাঁড়িয়ে এগোতে চান বাটলার

এশিয়ান কাপের দল গঠনের প্রসঙ্গ উঠতেই কঠোর প্রতিক্রিয়া দেখালেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। সাবিনা খাতুন ও মাসুরা পারভীনকে দলে ফেরানোর বিষয়ে প্রশ্নে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আর কোনো প্রশ্ন করবেন না।’
তাঁর অবস্থান স্পষ্ট-আলোচিত দুই ফুটবলারের ওপর ভিত্তি করে এশিয়ান কাপের পরিকল্পনা সাজানো হচ্ছে না। এখন তাঁর একমাত্র লক্ষ্য ‘মিশন অস্ট্রেলিয়া’। সেই প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হয়েছে। জাতীয় স্টেডিয়ামে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ; ২ ডিসেম্বর প্রতিপক্ষ আজারবাইজান।
দীর্ঘ ক্যাম্প শেষে মাঠে নামছে মেয়েরা। থাইল্যান্ড সফরের আগে তারা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে বিশেষ ক্যাম্প করেছিল; এবারও ২২ দিনের প্রস্তুতি শেষে ঢাকায় ফিরেছে দল।
সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, খেলোয়াড়রা এবার একসঙ্গে ভালোভাবে অনুশীলন করতে পেরেছেন। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া (৯২) ও আজারবাইজান (৭৪) এগিয়ে থাকলেও দলের লক্ষ্য দুই ম্যাচেই সর্বোচ্চটা দেওয়া। ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ গোলের বড় জয়ও উল্লেখ করেন তিনি। ইউরোপীয় দলের বিপক্ষে প্রথমবার খেলতে নামায় উত্তেজনা বাড়লেও আজারবাইজানের ভিডিও বিশ্লেষণ এখনো হাতে পায়নি দল।
থাইল্যান্ড সফরে দুটি ম্যাচেই হারলেও এতে হতাশ নন কোচ বাটলার। তিনি বলেন, ‘শক্তিশালী দলের বিপক্ষে খেললে গোল খাওয়া স্বাভাবিক। আমরা এখনো তাদের লেভেলে নেই।’ তবে গত ১৮ মাসে দলের অগ্রগতি এবং পরিকল্পনায় খেলোয়াড়দের সাড়া তাঁকে আশাবাদী করেছে।
ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল আবার চট্টগ্রামে ফিরবে। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, সেখান থেকে মালয়েশিয়ায় যাবে সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দল। সেখানে তারা মালয়েশিয়ার জাতীয় ও ক্লাব দলের বিপক্ষে ম্যাচ খেলবে।
১৫ ডিসেম্বর নারী ফুটবল লিগ শুরুর পরিকল্পনা থাকলেও সেটি পিছিয়ে যাচ্ছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বাটলার বলেন, ‘আমাদের সত্যিই একটি লিগ দরকার। দুর্ভাগ্যজনকভাবে তা নেই, ভুটানের ওপর নির্ভর করতে হচ্ছে।’
ভিওডি বাংলা/জা







