• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চমক দেওয়ার ইঙ্গিত দেব-রুক্মিণীর

বিনোদন ডেস্ক    ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১২ পি.এম.
দেব-রুক্মিণীর-ছবি: সংগৃহীত

টলিউড সুপারস্টার দেব ও নায়িকা রুক্মিণী মৈত্রর সম্পর্ক নিয়ে বহু বছর ধরে তুমুল আলোচনা চলে আসছে। পর্দায় chemistry থেকে শুরু করে বাস্তব জীবনে একসঙ্গে উপস্থিতি-সব মিলিয়ে এই জুটিকে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

সবচেয়ে বেশি যে প্রশ্নটি তাদের পিছু ছাড়ে না তা হলো-কবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দেব-রুক্মিণী?

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরাগী রুক্মিণীকে আবারও এই প্রশ্ন করেন। উত্তরে নায়িকা হাসিমুখে বলেন,
“যে দিন সবাই এই প্রশ্ন করা বন্ধ করবে, সে দিন আমরা হঠাৎ করেই চমকে দেব। সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে।”

অন্যদিকে, এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয় তিনি কি টলিউডের ‘সালমান খান’? অর্থাৎ আজীবন ব্যাচেলর থাকা নিয়ে কি ভাবছেন? জবাবে দেব বলেন, “আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি ভালো আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, ভালোই আছি। তবে এর মানে এই নয় যে আজীবন ব্যাচেলর থাকব। অবশ্যই বিয়ে করব।”

তিনি আরও যোগ করেন, “বিয়ে ভাগ্যের বিষয়। বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে। খুব শিগগিরই সবাই জানবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপি করিমসহ ৬ জন আন্তর্জাতিক বিচারক ঢাকা চলচ্চিত্র উৎসবে
অপি করিমসহ ৬ জন আন্তর্জাতিক বিচারক ঢাকা চলচ্চিত্র উৎসবে
জাপানে ভয়াবহ ভূমিকম্প, প্রভাসকে নিয়ে দুশ্চিন্তা অনুরাগীদের
জাপানে ভয়াবহ ভূমিকম্প, প্রভাসকে নিয়ে দুশ্চিন্তা অনুরাগীদের
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও