• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চোটে ভুগে বিশ্বকাপ শঙ্কায় নেইমার

স্পোর্টস ডেস্ক    ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ পি.এম.
আবারও চোটে পড়েছেন নেইমার। সংগৃহীত ছবি

বিশ্বকাপে খেলতে বদ্ধপরিকর নেইমার। তবে একের পর এক চোট তার ২০২৬ বিশ্বকাপ–স্বপ্নকে ক্রমেই অনিশ্চিত করে তুলছে। চলতি বছরেই চারবার চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা।

সর্বশেষ চোটই তাকে বছরের বাকি সময় মাঠের বাইরে রাখতে বাধ্য করেছে। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পোর্তের তথ্যমতে, বাঁ হাঁটুর মেনিসকাসে চোট পেয়েছেন সান্তোসের ফরোয়ার্ড। এ কারণে ব্রাজিলের হয়ে এ বছর আর খেলার সম্ভাবনা নেই তার।

গত ২০ নভেম্বর ব্রাজিল লিগ সিরি-আর ম্যাচে মিরাসলের বিপক্ষে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। মঙ্গলবারের মেডিক্যাল পরীক্ষায় তার হাঁটুর চোট নিশ্চিত হয়। এরপরই ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেয় সান্তোস।

২০২৬ বিশ্বকাপ খেলতে হলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নেইমারকে—এমনটাই শর্ত দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু টানা কয়েক ম্যাচ খেলার মতো ফিট নন নেইমার। প্রায়ই থাকতে হচ্ছে মাঠের বাইরে। এই পরিস্থিতি চলতে থাকলে তার বিশ্বকাপ–দরজা বন্ধ হওয়ার শঙ্কা বাড়ছে।

আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচ দুটিতে জায়গা পেতে হলে ফিটনেসে দ্রুত উন্নতি ঘটাতে হবে নেইমারকে। এই দুই ম্যাচ শেষে আনচেলত্তি ঘোষণা করবেন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড। ফলে অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রমাণ করার বড় চাপ নিয়ে মাঠে ফিরতে হবে এই সুপারস্টারকে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে