• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধর্মেন্দ্রকে নিয়ে হেমা মালিনীর হৃদয়স্পর্শী বার্তা

বিনোদন ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পি.এম.
স্বামী ধর্মেন্দ্রের প্রয়াণে শোকাহত হেমা মালিনী-ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে নানা আলোচনা চলছিল। মৃত্যুর দিন মুম্বাইয়ের জুহু বাসভবনের বাইরে অ্যাম্বুলেন্স দেখা গেলে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে নিশ্চিত হয়-ধর্মেন্দ্র আর নেই। খবর আনন্দবাজারের।

ধর্মেন্দ্রের শেষকৃত্য অনুষ্ঠিত হয় মুম্বাইয়ের পওন হানস শ্মশানে। সেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, আমির খানসহ বলিউডের বহু তারকা।

পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা হলেও অবশেষে নীরবতা ভেঙে হেমা মালিনী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিক মাধ্যমে স্বামীর প্রতি একটি আবেগঘন বার্তা শেয়ার করেন। বার্তার সঙ্গে তিনি শেয়ার করেন তাদের জীবনের বহু অদেখা ছবি।

হেমা লিখেছেন, “ধর্মজি ছিলেন আমার জীবনের বহু পরিচয়ের সমষ্টি-স্নেহশীল স্বামী, দুই কন্যা ঈশা ও অহনার ভালোবাসার বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, কবি এবং সঙ্কটের সময় ভরসার স্থান।” তিনি জানান, ধর্মেন্দ্র পরিবারকে সবসময় ভালোবাসা ও সৌহার্দ্যে একসঙ্গে ধরে রাখতেন।

তিনি আরও উল্লেখ করেন, একজন জনমানুষ হিসেবে তার প্রতিভা, জনপ্রিয়তা, বিনয় ও সর্বজনীন গ্রহণযোগ্যতা ধর্মেন্দ্রকে কিংবদন্তি অভিনেতাদের কাতারে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। হেমা বলেন, “ব্যক্তিগতভাবে এই ক্ষতি আমার ভাষায় প্রকাশের বাইরে; এই শূন্যতা সারাজীবন বহন করতে হবে।”

প্রসঙ্গত, হেমা মালিনী ও ধর্মেন্দ্রের প্রেম এবং বৈবাহিক জীবন বলিউডে বহুবার আলোচিত হয়েছে। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে চার সন্তান-সানি, ববি, বিজেতা ও অজিতা। পরে সিনেমার কাজের সূত্রে হেমার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং ১৯৮০ সালে তারা বিয়ে করেন। যদিও সে সময় এ বিয়ে নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তাদের সংসারে জন্ম নেয় দুই কন্যা-ইশা ও অহনা।

চল্লিশ বছরেরও বেশি দাম্পত্য জীবনে হেমা ও ধর্মেন্দ্র একে অপরের প্রতি ভরসা, ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ ছিলেন। তারা একসঙ্গে করেছেন ৪০টিরও বেশি সিনেমা-যার মধ্যে আছে ‘শোলে’, ‘নসীব’, ‘আলিবাবা অউর ৪০ চোর’, ‘ছোট্ট সি বাত’, ‘তুম হাসিন ম্যায় জওয়ান’-যা আজও দর্শকদের মনে অমর।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি