• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ দফা দাবিতে শাহবাগে অবস্থান ভোলাবাসীর

নিজস্ব প্রতিবেদক    ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
৫ দফা দাবি আদায়ে শাহবাগে ভোলাবাসী-ছবি: সংগৃহীত

ভোলা উন্নয়ন-সংশ্লিষ্ট পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বসবাসরত ভোলাবাসী শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্যাস সংযোগ প্রদানসহ অন্যান্য উন্নয়ন দাবি।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ভোলাবাসীরা বলেন, “আমাদের প্রধান দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। ভোলার প্রতিটি মানুষ এই দাবিকে সমর্থন করে। যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দ্রুত উদ্যোগ নেবে-এমন প্রত্যাশা আমাদের।”

তারা আরও জানান, “আমরা কয়েক দিন ধরে ৫ দফা দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছি। আজকের মিছিলে হাজারো মানুষ অংশ নিয়েছে। ভোলা-বরিশাল সেতু চালু হলে দুইপারের মানুষের যোগাযোগ ও অর্থনীতি বদলে যাবে। তাই দাবি বাস্তবায়ন ছাড়া আমরা নড়ব না।”

অবস্থান কর্মসূচিতে ঢাকায় থাকা ভোলাবাসীরা নানা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
যুব হকির সাফল্যে গর্বিত জাতি: অভিনন্দন প্রধান উপদেষ্টার
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
৬ রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন
বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন