• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের কোচ হান্নান সরকার

স্পোর্টস ডেস্ক    ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৫১ পি.এম.
জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার। সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী ওয়ারিয়র্স কোচিং সেটআপে বড় পরিবর্তন আনছে। বিদেশি কোচের প্রচলিত ধারার বাইরে গিয়ে পুরো দায়িত্ব তুলে দিচ্ছে দেশি অভিজ্ঞদের হাতে—যার নেতৃত্বে থাকছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।

দলের প্রধান কোচ হিসেবে হান্নান সরকার এবং সিনিয়র সহকারী কোচ হিসেবে রাজিন সালেহকে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। দুই সাবেক টাইগারের অভিজ্ঞতায় দলটি এবারের আসরে ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেছে।

১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা হান্নান সরকার অবসরের পর দ্রুতই কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১০ সালে বিসিবির লেভেল–ওয়ান, পরে লেভেল–টু সার্টিফিকেশন অর্জন করেন। বিপিএলের প্রথম দুই আসরে দুরন্ত রাজশাহীর সহকারী কোচ ছিলেন তিনি। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন আরও বড় পরিসরে।

অন্যদিকে, রাজিন সালেহ বর্তমানে বিসিবির এইচপি ইউনিটের ব্যাটিং কোচ। বিপিএলে পূর্ব অভিজ্ঞতা থাকায় চাপের পরিবেশ সম্পর্কে ভালোই জানেন তিনি। দুই অভিজ্ঞ কোচের সমন্বয় নতুন মৌসুমে রাজশাহীকে বাড়তি শক্তি দেবে বলে মনে করছে দলটি।

খেলোয়াড় নিয়োগেও চমক দেখিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বৃহস্পতিবার সরাসরি চুক্তিতে দলে যুক্ত হয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০১৬ সাল থেকে বিপিএলে নিয়মিত খেলা হলেও এবারই প্রথম নিজ শহর রাজশাহীর প্রতিনিধিত্ব করবেন তিনি।

দেশি কোচিং স্টাফ, অভিজ্ঞ ব্যাটার শান্তকে যুক্ত করা—সব মিলিয়ে বিপিএলের নতুন দলটি সুসংগঠিত পরিকল্পনা নিয়ে পথচলা শুরু করেছে, এমনটিই স্পষ্টভাবে উঠে এসেছে ঘোষণায়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে