• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইপিএল মিনি নিলাম:

মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের কত?

স্পোর্টস ডেস্ক    ২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পি.এম.
আইপিএল নিলামে সাকিব-মোস্তাফিজ-ছবি: সংগৃহীত

আইপিএলের আসন্ন মিনি নিলামে নাম লিখিয়েছেন ১৩৫৫ ক্রিকেটার। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এই প্রাথমিক তালিকা সরবরাহ করেছে আইপিএল কর্তৃপক্ষ। দলগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের নাম বাছাই করে পাঠাবে, এরপর সেই তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে।

নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় স্থান পেয়েছেন ৪৫ ক্রিকেটার। বাংলাদেশ থেকে এই ক্যাটাগরিতে জায়গা হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে, অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি রুপি।

ক্রিকইনফো জানায়, এবার প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখতে পারবে, এবং ১০টি দলের স্কোয়াডে মোট ৭৭টি শূন্যস্থান রয়েছে-এর মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়ের জন্য।

সংক্ষিপ্ত তালিকা পাঠানোর শেষ সময় ৫ ডিসেম্বর। মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবু ধাবিতে।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় ভারতের ক্রিকেটার মাত্র দুইজন-ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই; বাকি ৪৩ জনই বিদেশি। মোট ১৪টি দেশের ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন, এর মধ্যে প্রচলিত টেস্ট খেলুড়ে দেশগুলোর পাশাপাশি রয়েছে মালয়েশিয়া-যাদের তারকা বীরানদীপ সিংও এই তালিকায় আছেন।

এবারের নিলামে বড় আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত মৌসুমে চোটের কারণে তিনি অংশ নেননি। এবার তাকে দলে নিতে আগ্রহী হতে পারে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও চেন্নাই সুপার কিংস। আন্দ্রে রাসেলের অবসরের পর গ্রিনকে দিয়ে শূন্যস্থান পূরণের পরিকল্পনাও থাকতে পারে কেকেআরের, কারণ তাদের বাজেট তুলনামূলক বেশি এবং বিদেশি ক্রিকেটারের জায়গাও খালি রয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
‘বাংলাদেশের দর্শকদের সামনেই শেষ ম্যাচ খেলতে চাই’ : সাকিব
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে খেলা আরহাম এবার অস্ট্রেলিয়া দলে