মাদারীপুরে পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি ঘোষণা

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর মাদারীপুরে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দাড়িয়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অর্ধশত নারী ও পুরুষ কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেয়া কর্মীরা জানান, আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে আসছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোন পদোন্নতি হচ্ছে না। আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত কিন্তু নিয়োগবিধি নেই। সেজন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরন, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছি।
তারা বলেন- এর আগে বিভিন্ন সময়ে নিয়োগবিধি বাস্তবায়নের আশ্বাস দিলেও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এরই জেরে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
এ সময় তারা নিয়োগবিধি- ২০২৪ অতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আমরা ধারাবাহিকভাবে আরো কঠোর কর্মসূচি পালন করবো।
এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব হাসান, পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির উপদেষ্টা ও মস্তফাপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা নাসরিন আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা মাদারীপুর জেলা কমিটির সভাপতি খাদিজা আক্তার, বাহাদুরপুর ইউনিয়নের এফপিআই শাহিন মুন্সী সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
মাদারীপুর পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) সদর এর আয়োজন করে।
ভিওডি বাংলা/ এমএইচ







