নাচনমহলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহিফল

নলছিটির নাচনমহল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) আসরবাদ নাচনমহল বাজার জামে মসজিদে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে এ মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি নাচনমহল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আঃ আজিজ খলিফা'র সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
এসময় তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, নাচনমহল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ খোকন, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমীন হোসেন রানা, যুবদল নেতা সাইফুল ইসলাম, মোঃ জুয়েল রানা, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মিঠু প্রমুখ।
দোয়া পরিচালনা করেন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আইয়ূব আলী।
ভিওডি বাংলা/ এমএইচ







