• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে

বিনোদন ডেস্ক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পি.এম.
জনপ্রিয় অভিনেতা তিনু করিম বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন-ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা তিনু করিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন। তিনি জানান, ২৪ নভেম্বর থেকে তিনু করিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নওশিন বলেন, শনিবার (৮ নভেম্বর) তিনু করিম বরিশালের গ্রামের বাড়িতে যান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে গেলে ২৪ নভেম্বর দ্রুত ঢাকায় এনে একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

কয়েক দিন আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে বুধবার আবার হঠাৎ রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা নেমে গেলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন।

২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তিনু করিমের। দুই যুগেরও বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় তার যাত্রা শুরু হয়। এ ছাড়া ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ বহু জনপ্রিয় কাজে অভিনয় করেছেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি